শনিবার, ২০ আগস্ট, ২০২২, ০৪:৫৯:০৮

চমকপ্রদ টুইস্ট নিয়ে আসছে 'কৃষ-৪', যা জানালেন হৃত্বিক

চমকপ্রদ টুইস্ট নিয়ে আসছে 'কৃষ-৪', যা জানালেন হৃত্বিক

বিনোদন ডেস্ক: সুদর্শন অভিনেতা হৃত্বিক রোশন তার ছবি 'বিক্রম ভেদা' নিয়ে আলোচনায় রয়েছেন। অন্যদিকে হৃত্বিকও তার সুপারহিট ছবি 'কৃষ'-এর পরবর্তী অংশের জন্য লাইমলাইটে আসছেন। গত বছর ছবিটির ঘোষণার পর থেকেই এটি নিরন্তর আলোচনায় রয়েছে।

হৃতিক রোশনের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'কৃষ ৪'-এর আসছে। সংবাদ সূত্র মারফত জানা গিয়েছে, এর গল্প যেখানে শুরু হচ্ছে ক্রিশ ৩ ছবিটি শেষ হয়েছিল। সেখান থেকেই শুরু হবে সিনেমার গল্প। তবে এতে নতুন চরিত্র থাকবে। শুধু তাই নয়, এই ছবির গল্পে আগের থেকে আরও চমকপ্রদ টুইস্ট দেখানো হবে আশা করা হচ্ছে।

জানা গিয়েছে, পরিচালক রাকেশ রোশন আজকাল ছবিটির স্ক্রিপ্ট নিয়ে দ্রুত কাজ করছেন। বর্তমানে তিনি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশের চিত্রনাট্য রচনায় ব্যস্ত রয়েছেন। ছবির স্ক্রিপ্টে চূড়ান্ত স্পর্শ দেওয়ার পরই শুরু হবে কাস্টিং কাজ। 

এখানেই শেষ নয়, 'ক্রিশ ৪'-এ এমন অ্যাকশন দৃশ্য দেখানো হবে যা আগে কেউ দেখেনি। 'কৃষ'-এর ১৫ বছর উদযাপন করতে হৃত্বিক রোশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 'কৃষ ৪' ঘোষণা করেছিলেন। অভিনেতা ঘোষণা করার জন্য ভক্তদের সাথে একটি ভিডিও শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে