বিনোদন ডেস্ক: দর্শকদের ইচ্ছা না হলে দেখতে হবে না ছবি, এমনটাই বলে বিতর্কে জড়িয়েছিলেন কারিনা কাপুর খান। আবার ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হতে তিনিই আর্জি জানিয়েছিলেন দর্শকদের ছবিটা দেখার জন্য। এবার কারিনার দাবি, তার জন্য ভারতীয় রেলের আয় বেড়ে গিয়েছে।
হিন্দি টেলিভিশনের নতুন মজার শো ‘কেস তো বনতা হ্যায়’তে সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন কারিনা। জনতার আইনজীবীর ভূমিকায় রিতেশ দেশমুখ একের পর এক উদ্ভট অভিযোগ দায়ের করতে থাকেন অভিনেত্রীর বিরুদ্ধে। আর পালটা বেবোও হাস্যকর সব উত্তর দিতে থাকেন তাকে।
রিতেশ প্রশ্ন করেন, করন জোহরের ৫০ তম জন্মদিন যে গেল সম্প্রতি, কী উপহার দিয়েছেন কারিনা? বেগম সাহেবার চটজলদি উত্তর, “আমি ছিলাম তো পার্টিতে। আমি নিজেই উপহার। তুমি তো জানো রিতেশ, আমি নিজের প্রিয় না? আমি কাউকে উপহার দিই না, আমি শুধু নিই।”
কারিনা আরো দাবি করেন, তার জন্য হারেম প্যান্টের বিক্রি বেড়ে গিয়েছে, ভারতীয় রেলের আয়ও বেড়েছে। সেটা কীভাবে? কারিনার যুক্তি, ‘জব উই মেট’ ছবিতে তার ‘গীত’ চরিত্রে অভিনয় করার পরেই রেলের আয় আরো বেড়ে গিয়েছে। জব উই মেট ছবিতে ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল।
দৃশ্যগুলি এখনো আইকনিক হয়ে রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। উপরন্তু ওই ছবিতেই কারিনাকে হারেম প্যান্ট পরতে দেখা গিয়েছিল যা পরবর্তীকালে ফ্যাশন হয়ে দাঁড়ায়। অভিনেত্রী আর্জি জানিয়েছিলেন, দর্শকরা যেন তার ছবি বয়কট না করে। কারণ এটা খুব সুন্দর একটা ছবি। তবে দর্শকরা তার আর্জি শোনেননি।