বিনোদন ডেস্ক: ভারতীয় রাষ্ট্রপুঞ্জে কন্যা সন্তানদের প্রতিনিধি হলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে অমিতাভ বচ্চন তার সমস্ত ভক্তদের ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে বলেছেন, একটি পরিবারের গর্ব সেই পরিবারের কন্যা সন্তান। তিনি মনে করেন, যেকোনও বাবা-মায়ের কাছে তার কন্যা সন্তান হওয়া উচিৎ তাদের অনুপ্রেরণা।
৭২বছর বয়সি বলিউড তারকার একটি মেয়ে ও দুটি নাতনি আছে। তার মেয়ে শ্বেতা এবং নাতনি নভ্য নাভেলি ও আরাধ্যাকে নিয়ে তিনি গর্বিত, ট্যুইটারের মাধ্যমে একথা জানিয়েছেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন।