বিনোদন ডেস্ক: ‘এই চরিত্রের জন্য কঙ্গনা একদম পারফেক্ট’, ‘কাট্টি বাট্টি’র স্ক্রিপ্ট পড়ার পর এটাই ছিল সালমানের প্রথম রিঅ্যাকশন। কুইন দেখার পর থেকে কঙ্গনার অভিনয়ে মুগ্ধ হয়ে আছেন ভাইজান। তাই যখন পরিচালক নিখিল আদবানি ছবির গল্প শোনালেন সালমাকে। তখন পরিচালকে দাবাং খানের সাজেশন কঙ্গনা রাণাওয়াত ফর কাট্টি।
জানাগেছে, ‘কাট্টি বাট্টি’ ছবিটির অফার সালমান নাকি নিজের ফোন করে দিয়েছিলেন কঙ্গনাকে। সেই সময় নায়িকা ছিলেন নিউ ইয়র্কে। তবে সালমানের ফোন পাবার পরই তড়িগড়ি ফিরে আসেন মুম্বইতে।
কাট্টি বাট্টি’ মূলত একটি প্রেমের গল্প। তবে এটি গতানুগতিক প্রেমের গল্প নয়। সম্পূর্ণ আধুনিক একটি প্রেমের গল্প। যেখানে বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ অনুভব করবে ছবির নায়িকা কঙ্গনা। এই ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইমরান খানকে। ১৮ ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি