শনিবার, ১২ মার্চ, ২০১৬, ১১:২০:১০

অবাক হবেন, বলিউডের এই সিনেমাগুলোতে এতো ভুল ছিল?

অবাক হবেন, বলিউডের এই সিনেমাগুলোতে এতো ভুল ছিল?

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক সিনেমাতেই রয়েছে ভুল। তাবে আপনি যে সিনেমাগুলো অনেক আনন্দ নিয়ে দেখেছেন সেই সিনেমাগুলোতে রয়েছে অনেক অনেক ভুল। শুধু দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে নয়। ভুল হয়েছে আরো অনেক ছবিতেই যেমন, শোলে, ভাগ মিলখা ভাগ, কভি খুশি কভি গম, ৩ ইডিয়েটস আরো কত বলিউড ছবিতে যে ভুল ছিল, তার খবর কে রাখে। তবে এ সিনেমাগুলোতে ভুল হয়েছে তা জানা গিয়েছে। আর সেই ভুলগুলোই আজ আপনাদের সামনে প্রকাশ করা হবে।

ভাগ মিলখা ভাগ : ১৯৫০-এর পটভূমি নিয়ে তৈরি হয়েছিল 'ভাগ মিলখা ভাগ'। কিন্তু ছবি যখন পর্দায় এল, দেখা গেল মিলখা সিং যে বিমানটিতে চড়ে পাকিস্তানের প্রতিযোগিতায় গেছেন, সেটি ২০১২-র রয়্যাল এনফিল্ড।

হাম দিল দে চুকে সনম : ছোটোখাটো কোনো পরিচালক হলে তাও না হয় মানা যেত। কিন্তু সঞ্জয় লীলা বনশালি এমন একটি ভুল করে ফেলবেন, তা মানা যায় না। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে তিনি ঐশ্বরিয়াকে অজয় দেবগনের বাহুডোরে তো এনে ফেললেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড সব গোলমাল করে দিল। ছবির গল্প অনুযায়ী ঐশ্বরিয়া আর অজয় ছিলেন ইটালিতে।

কিন্তু যে ব্রিজ দিয়ে ঐশ্বরিয়া ছুটে এসেছিলেন অজয়ের কাছে, সেটি মোটেই ইতালিতে অবস্থিত নয়। সেটি হাঙ্গেরিতে। এই একটা ভুল নয়। বনশালি আরো একটি ভুল করেছিলেন ছবিতে। দেখানো হয়েছিল, ঐশ্বরিয়ার গলায় বুলেট লেগেছে। কিন্তু হাসপাতালে যখন তাকে দেখা গেল, তার হাতে ব্যান্ডেজ করা ছিল।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে : শুরুতে যে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র ভুলের কথা বলা হয়েছিল, এবার সেটা শুনুন। এমন একটি ব্লকবাস্টার ছবিতেও ছিল ভুল। ছবিতে যে আপটা স্টেশনের কথা উল্লেখ করা হয়েছে তা কিন্তু পঞ্জাবে নয়। মুম্বাইয়ের আশপাশে। আদিত্য চোপড়াও যে কি করে এমন ভুল করলেন!

শোলে : বসন্তী না বলেছেন। অতএব বীরু সুইসাইড করবেন। তা, সুইসাইডের জন্য উঁচু জায়গা দরকার। খুঁজে পেতে তিনি বের করলেন একটি ওভারহেড ট্যাঙ্ক। সেখান থেকেই ঝাঁপ দেবেন তিনি। ভারতের প্রথম কমার্শিয়াল ছবি, যা বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল, তাতেও ভুল। পরিচালকের মাথায় কি এটাও এল না, যে যেই গ্রামে বিদ্যুৎ নেই, সেই গ্রামে ওভারহেড ট্যাঙ্কে জল উঠবে কি করে? মোটর চলবে কিসে?

কভি খুশি কভি গম : অমিতাভের মুখে আতি কেয়া খান্ডালার কথা নিশ্চয়ই ভোলেননি? গুলামের এই গানটি বেশ জনপ্রিয়। কিন্তু গুলাম রিলিজ় করেছিল ১৯৯৮ সালে। আর ১৯৯১ সালের পটভূমিকায় তৈরি হয়েছিল কভি খুশি কভি গম। তাহলে অমিতাভ কিভাবে এই গানটি জানতে পারলেন? বছর সাতেক আগে কি লিক হয়ে গিয়েছিল আতি কেয়া খান্ডালা? ভুল আরো আছে। অমিতাভ যে ফোনটি ব্যবহার করেছিলেন ছবিতে, সেটি ১৯৯৬-১৯৯৮-এর মডেল। সেটি কি করে আগে হাতে পেলেন অমিতাভ? নাকি রায়চাঁদ পরিবারের পক্ষে সবই সম্ভব?

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি : নয়না পালিয়ে এসেছেন বাড়ি থেকে। তিনি মানালি যাবেন। স্টেশনে বানির সঙ্গে তার দেখা। কলেজ পড়ুয়া নয়নার বই প্রথমেই স্টেশনেই কেড়ে নেন বানি। কিন্তু হঠাৎ ব্যাগপত্তর ট্রেনে তোলার সময় সেই বই আবার কি করে নয়নার হাতে চলে আসে? নয়নাকে কি বানিকে বই ফেরৎ দিয়েছিলেন? কই, তেমন তো কিছু দেখাননি অয়ন মুখোপাধ্যায়?

হে বেবি : বেবি বদল। সবচেয়ে যুক্তিযুক্ত কথা বোধহয় এটাই হতে পারে। হে বেবি ছবিতে অক্ষয় কুমার যখন শপিং মলে গিয়েছিলেন, তার পিছনে দেখা গিয়েছিল একটি বাচ্চাকে। পরক্ষণেই সেটি গেল বদলে।

৩ ইডিয়টস : অসাধারণ, ব্লকবাস্টার আরো কত বিশেষণ বসে '৩ ইডিয়টস'এর আগে। কিন্তু এই অসাধারণ খেতাব পাওয়া ছবিটি ত্রুটিমুক্ত ছিল না। পিয়ার সঙ্গে বিয়ের দিন সুহাস তো ছিলেন ঘরের মধ্যে। তাহলে রাজু রাস্তোগি যখন বিবাহমণ্ডপে, তখন সুহাস বাইরে থেকে মণ্ডপে এলেন কি করে?
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে