নিউজ ডেস্ক : বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হ'ত্যা মামলার আরো এক আসামি মুজাহিদুর রহমান ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হ'ত্যাকা'ণ্ডের রো'মহর্ষ'ক বর্ণনা দিয়েছেন। গতকাল রবিবার তিনি আদালতে বলেন, ‘আবরারকে আমিও স্কিপিং দড়ি দিয়ে পিটিয়েছি। তবে তাকে ক্রিকেট স্টাম্প দিয়ে সবচেয়ে বেশি পি'টি'য়েছে অনিক সরকার। এ ছাড়া রবিন ও সকালসহ অন্যরাও চ'র-থা'প্পড় ও মা'রধ'র করেছে।’
এদিকে আগামী ১৩ নভেম্বরের মধ্যেই এ হ'ত্যা মামলার চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তদন্তকারি সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটে ২৪ থেকে ২৫ জন সম্পৃক্ত হতে পারেন। তাঁরা সবাই বুয়েট ছাত্র। বেশির ভাগই বুয়েটের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আদালত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন।