নিউজ ডেস্ক: নির্দেশনা জানিয়ে চিঠি প্রেরণের পাঁচদিন পর পুরান ঢাকার ওয়ারীর কয়েকটি এলাকায় রেড জো'নে লকডাউন বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর সূ'ত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে ওয়ারী এলাকার এই সড়কগুলো লকডাউনের আও'তায় আনার সুপারিশ করা হয়। ওই দিনই চিঠিটি ডিএসসিসির সচিব দপ্তর গ্রহণ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় কারিগরি গ্রুপের ২২ জুন গৃহীত সিদ্ধা'ন্তের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকার (ম্যাপ সংযু'ক্ত) উল্লেখিত সড়কগুলোকে রেড জোনের আওতায় এনে বাস্তবায়ন গ্রহণের জন্য অনুরোধ জানানো হল। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সময় লাগলো পাঁচদিন। এর আগে গত ১২ জুন হতে ঢাকার পূর্ব রাজাবাজার পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়।
ওয়ারীর যেসব প্রধান সড়ক লকডা্উনের আও'তায় পড়বে, সেগুলো হলো- টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড এবং জয় কালী মন্দির হতে বলদা গার্ডেন পর্যন্ত। গলিপথের (লেন) মধ্যে রয়েছে, লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিং রোড এবং নবাব রোড। সবকটি সড়কই ডিএনসিসির ৪১ নম্বর ওয়ার্ডে পড়েছে।