মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১১:২৯:৩৩

‘ঘুমাচ্ছিলেন চালক, বাস ছিল সহকারীর হাতে’

 ‘ঘুমাচ্ছিলেন চালক, বাস ছিল সহকারীর হাতে’

এনা পরিবহন মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, রাজধানীর খিলক্ষেতে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া বাসটির চালক ঘুমাচ্ছিলেন। আর বাস ছিল তার সহকারীর হাতে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর র‌্যাব মহাখালীতে গিয়ে বাসচালক মিজানুর রহমানকে ধরে নিয়ে গেছে।

চালকের বরাত দিয়ে তিনি বলেন, চালক মিজানুর রহমান বাসটি সারা রাত চালিয়ে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর মিজান বাসের চাবি সহকারী শাওনের হাতে দিয়ে ঘুমাতে যান। তাঁর ধারণা, শাওন বাসটি নিয়ে বের হয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। কারণ শাওনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে ঘুম থেকে উঠে সন্ধ্যায় মিজান মহাখালী বাস টার্মিনালে গেলে র‌্যাবের একটি দল তাকে ধরে নিয়ে গেছে।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, তিনি চান অপরাধীর সাজা হোক। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিককে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে