সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১১:৫১:২০

সরকারের চরম অসহিষ্ণু মনোভাবেরই বহিঃপ্রকাশ: ন্যাপ

সরকারের চরম অসহিষ্ণু মনোভাবেরই বহিঃপ্রকাশ: ন্যাপ

নিউজ ডেস্ক: দেশের প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের মত ৮১ বছরের একজন অসুস্থ ব্যাক্তিকে সুনির্দিষ্ট মামলা ব্যাতিত গ্রেফতার ও রিামান্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ সোমবার এক বিবৃতিতে বলেছেন, শফিক রেহমানের মত প্রবীণ সাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া ভবিষ্যতে সরকারের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। এই ঘটনা বর্তমান সরকারের চরম অসহিষ্ণু মনোভাবেরই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, অনির্বাচিত সরকার অবৈধভাবে টিকে থাকার নীলনকশার অংশ হিসেবে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে এবং সরকার সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য একের পর এক পত্রিকা ও মিডিয়া বন্ধ ও সাংবাদিকদের গ্রেপ্তার ও রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রেখেছে।

তারা বলেন, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ভয়-ভীতি, মামলা, গ্রেপ্তার, রিমান্ড তথা বলপ্রয়োগ করে সরকার যে যৌক্তিক সমালোচনাকেও দমন করতে চায়- শফিক রেহমানের গ্রেপ্তারে তা আরও একবার প্রমাণ হল। শফিক রেহমানের গ্রেপ্তার, ডেইলি ষ্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে হয়রানিমূলক অসংখ্য মামলা সরকারের চরম অসহিষ্ণু মনোভাবেরই বহিঃপ্রকাশ। এসব তৎপরতা সরকারের জন্যেও কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে তারা শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ-সহ সকল রাজবন্দিকে মুক্তি দেবেন এবং মাহফুজ আনামসহ অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক তৎপরতা বন্ধ করবেন।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে