শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৬:৪৪:০৩

মজার খবর, এবার মাইকিং করে কিস্তিতে গরুর মাংস বিক্রি!

 মজার খবর, এবার মাইকিং করে কিস্তিতে গরুর মাংস বিক্রি!

দিনাজপুর : ক্রেতাদের জন্য মজার খবর, এখন থেকে কিস্তিতে পাবেন গরুর মাংস‍! তাও আবার মাইকিং করে ক্রেতাদের জানান দিচ্ছে বিক্রেতারা।
এই অভিনব উদ্যোগ এবারই প্রথম।

কিস্তিতে গরুর মাংস বিক্রির এমন কথা শোনে সবাই তাজ্জব বনে যান।  ভারত থেকে গরুর মাংসের পাচার ও কম মূল্যে বিক্রি ঠেকাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিক্রেতারা।  এ সুবিধা পাচ্ছেন নিম্ন আয়ের লোকজন।  

সম্প্রতি মাইকিং করে গরুর মাংস কিস্তিতে বিক্রি করছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা হাট ও বাজারের মাংস বিক্রেতারা।

শুক্রবার সকালে কাটলা বাজারের কয়েকজন গরুর মাংস বিক্রেতা জানান, বর্তমানে গরুর মাংসের কেজি ৪০০ টাকা।  যারা এককালীন দাম পরিশোধ করে মাংস কিনতে পারছেন না, তাদের দেয়া হচ্ছে বিশেষ সুবিধা।

তারা জানান, কিস্তিতে মাংস কেনার জন্য থাকছে  তিন সপ্তাহে মূল্য পরিশোধের সুযোগ।  এক কেজি গরুর মাংস কিনলে নগদ ২০০ টাকা জমা এবং বাকি টাকা দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে।
এভাবে দুই কেজি কিনলে প্রথম কিস্তি ৪০০ টাকা, বাকি টাকা তিন সপ্তাহে পরিশোধ করতে হবে।

কিস্তিতে গরুর মাংস বিক্রির উদ্যোগে খুশি ক্রেতারাও, যাদের পুরো টাকা দিয়ে এক/দুই কজি মাংস কিনতে হিমশিম খেতে হয়।  দিনে দিনে যেভাবে গরুর মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে গরুর মাংস হাতের নাগালের বাইরেই চলে যাচ্ছে।  

কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ভারত থেকে রোগা গরুর মাংস পাচার হয়ে সীমান্তবর্তী কাটলা বাজারসহ বিভিন্ন গ্রামে আসছে।  অসাধু লোকজন এসব মাংস ফেরি করে বিক্রি করছে।  গরু সুস্থ না অসুস্থ তা যাচাই না করেই কম দামে ভারতীয় গরুর মাংস কিনছে ক্রেতারা।  
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে