শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০২:৪১:২৩

সীমান্তে বিজিপি ও বিএসএফের রাখিবন্ধন উৎসব

সীমান্তে বিজিপি ও বিএসএফের রাখিবন্ধন উৎসব

দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত হলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে রাখিবন্ধন উৎসব। গতকাল রাখিবন্ধন উৎসব উপলক্ষে সকাল ১১টায় সীমান্তের শূন্য রেখায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহিলা সদস্যরা বিজিবি সদস্যদের হাতে রাখি বেঁধে মিষ্টি খাইয়ে ভাই বোনের সম্পর্ক স্থাপন করেন। পাশাপাশি বিজিবিও বিএসএফকে মিষ্টি খাইয়ে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানিয়েছে।

বিজিবি ও বিএসএফ জানায়, দেশের জাতীয় উৎসব হওয়ার কারণে তারা এ উৎসবটি ভাগাভাগি করে নেয়ার জন্য সীমান্তের শূন্যরেখায় উপস্থিত হয়ে অনুষ্ঠানটি পালন করলেন। শুধু রাখিবন্ধন নয়, দু’দেশের সকল জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানে তারা সীমান্তে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

গতকাল ভারতে রাখিবন্ধন উৎসব হওয়ার কারণে বিএসএফ সদস্যরা সীমান্তে সৌহার্দ সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনীর মধ্যে সু-সম্পর্ককে আরো গভীর করার লক্ষ্য তারা এ আয়োজনে বিজিবিকে রাখিবন্ধন উৎসবে অংশীদার করেছে।

১৯ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে