দিনাজপুর : জেলার বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় একটি হনুমান। হনুমান দেখতে দূরদুরান্ত থেকে ভীড় জমাচ্ছেন উৎসুক জনতা। তবে হনুমানটি কোনও ক্ষতি করতে পারে এমন আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসীর দাবি হনুমানটি উদ্ধার করে যেন কোনও বিনোদন কেন্দ্রে সংরক্ষণ করা হয়।
গত বুধবার সকালে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় এ হনুমান। এ সময় হনুমানটি স্থানীয় একটি জঙ্গলের গাছে অবস্থান করে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ভীড় জমায় ওই এলাকায়। লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে সে ওই স্থান ত্যাগ করে বৃহস্পতিবার অবস্থান নেয় কাটলা বাজারের পার্শ্ববর্তী একটি মোবাইল টাওয়ারে। পরে দিনভর বাজারের পার্শ্ববর্তী বিভিন্ন গাছ ও ভবনের ছাদে সে অবস্থান নেয়।
এলাকাবাসী জানিয়েছেন, সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানাধীন জামালপুর গ্রামের নরেশ তার বাড়িতে তিনটি হনুমান প্রতিপালন করেন। হঠাৎ তিনি হনুমান তিনটিকে মারপিট করেন। এতে হনুমানরা খাঁচা ভেঙ্গে পালিয়ে যায়। মনিব নরেশ দু’টি বাচ্চা হনুমানকে সীমান্তের ওপার থেকে ধরে নিয়ে গেলেও মা হনুমানটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজির হোসেন বলেন, ‘সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা চেষ্টা করেও তার গতিপথ পাল্টাতে পারেনি। হনুমানটিকে উদ্ধারের জন্য ইউএনও, পুলিশ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি হনুমানটির যাতে কোন ক্ষতি না হয় সেজন্য ইউনিয়ন পরিষদের চৌকিদার (পুলিশ) দিয়ে পাহারা রাখা হয়েছে। হনুমানটির খোঁজ নিতে বন বিভাগের কর্মকর্তা আসলেও এখন পর্যন্ত উদ্ধারের কোনও তৎপরতা গ্রহণ করা হয়নি।’
বন বিভাগের বিরামপুর (চরকাই) রেঞ্জ কর্মকর্তা গাজী মনিরুজ্জামান বলেন, ‘তিনি কয়েকজন বন কর্মকর্তা ও স্থানীয় গ্রাম পুলিশ নিয়ে চেষ্টা করেও হনুমানটিকে নিচে নামাতে পারেননি।’
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি