দিনাজপুর : চুরির ভয়ে শোবার ঘরে বজ্রপাতে নিহত ছেলের মরদেহ দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বাজার এলাকায়।
গত সোমবার দুপুরে বজ্রপাতে রুদ্রানী ভেড়ম গ্রামের সজিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন মারা যান। নিহতের বাবা সজিম উদ্দিন ও বড় ভাই নুরুজ্জামান মরদেহ চুরি হওয়ার আশঙ্কায় শোবার ঘরে দাফন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাদ্দাম হোসেনের বড় ভাই নুরুজ্জামান জানান, ব্জ্রপাতে যারা মারা যায় তাদের মরদেহ নাকি অতি মূল্যবান। বিভিন্ন এলাকায় ব্জ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ চুরি হওয়ার খবর তিনি শুনেছেন। এ কারণে তার ছোট ভাই সাদ্দাম হোসেনের মরদেহ নিজেদের শোবার ঘরে দাফন করা হয়।
কিন্তু সাদ্দাম হোসেনের বাবা সজিম উদ্দিনের ভিন্ন কথা। তিনি বলেন, ছেলের মৃত্যুতে আমার কলিজায় আঘাত লেগেছে। তাই ছেলের কবরটি আমার সামনে রাখার জন্যই ঘরে দাফন করেছি।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান মানিক রতন জানান, কুসংস্কারের বশবতী হয়ে সাদ্দাম মরদেহ নিজ ঘরে পরিবারের সদস্যরা দাফন করেছে।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম