দিনাজপুর থেকে : স্ত্রীকে পেঁয়াজ কাটতে বলেছিল কিন্তু সময়মতো পেঁয়াজ না কাটায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। তলপেটে লাথি মারার কারণে গুরুত্বর অসুস্থ হয়ে মারা যান স্ত্রী। নিহত নারীর নাম সকিনা (৩৫) এবং স্বামীর নাম আবদুল হালিম (৪০)।
এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পার্বতীপুর গ্রামে। এদিকে এ ঘটনার পর থেকে পলাতক স্বামী আবদুল হালিম। হালিমকে আটক করতে খুজছে পুলিশ। আবদুল হালিম পার্বতীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, আবদুল হালিম পেঁয়াজ বিক্রি করেন। গত রবিবার দুপুরে সকিনাকে পেঁয়াজ কাটতে বলে চলে যান হালিম। এরপর ফিরে এসে দেখেন সকিনার পেঁয়াজ কাটা শেষ হয়নি। এ কারণে ছকিনার তলপেটে লাথি মারেন হালিম। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন সকিনাকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সকিনাকে বাড়ি নিয়ে যান হালিম। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নুরুজ্জামান জানান, সকিনার লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হালিমকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস