দিনাজপুর থেকে : দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও! দিনাজপুরের বিরলে কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার এবতেদায়ি জুনিয়র স্তরের শিক্ষক তৈয়বুর রহমানের বিরুদ্ধে মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই ছাত্রীর বাবা বিরল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গত বুধবার সকাল ৯ টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়ীতে না ফেরায় ছাত্রীর বাবা মাদ্রাসার শিক্ষক তৈয়বুর রহমানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, অভিযোগ পাওয়ার পর এসআই শহীদুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যেই পুলিশ আসামির বাড়ীসহ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে।
কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রসার সুপার মেহেরুল ইসলাম জানান, মাদ্রাসা শিক্ষক তৈয়বুর রহমান গত বুধবার থেকে মাদ্রাসায় আসেননি। তিনি কোনো ছুটির আবেদনও করেননি। যদি সে ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে থাকে তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে মাদ্রাসা শিক্ষক তৈয়বুর রহমান ঐ মাদ্রাসা ছাত্রীকে প্রাইভেট পড়াতো। এই প্রাইভেট পড়ানোর সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উধাও হওয়া মাদ্রাসা শিক্ষক তৈয়বুর রহমান বিবাহিত এবং তার দুই সন্তানও রয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস