রবিবার, ২১ মার্চ, ২০২১, ১২:০৫:৫৩

বর্তমান সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার : এমপি গোপাল

বর্তমান সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার : এমপি গোপাল

ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কৃষক ও কৃষিকে বাঁচাতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকের দোড় গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। এখন সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। কৃষিপণ্য নিয়ে কাঁদতে হয় না। বর্তমান কৃষি বান্ধব আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে। বাংলাদেশ সব দিক থেকে উন্নত ও সমৃদ্ধ হবে, সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছে।
 
১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট বীজ অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ''উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ'' শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটরচাষীদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

এসয়ম নির্বাচিত ২ হাজার পাট চাষীর প্রত্যেককে ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ৩ কেজি এমওপি ও তোষা-৮ (রবি-১) জাতের পাট বীজ বিনামূল্যে প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম এর সভাপতিত্বে সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে