শনিবার, ০৩ জুলাই, ২০২১, ১১:২০:৫৮

আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের পাশে থাকে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের পাশে থাকে: মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জীবন যদি রক্ষা না হয় তবে জীবিকার দরকার কি ? তাই প্রাণঘা'তী করোনা থেকে আমাদের নিজের ও প্রিয়জনের জীবন বাঁ'চাতে সপ্তাহব্যাপী লকডাউন মেনে চলুন। স্বাস্থ্যবিধি মানুন, মাস্ক ব্যবহার করুন। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। তিনি বলেন, লকডাউন চলাকালে বিগত সময়ের মত আওয়ামী লীগ জনগণের পাশে আছে, থাকবে। যেটা এবার দুর্যোগ, করোনা মহামা'রীর সময়েও প্রমাণ হয়েছে। কারণ, জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি। 

৩০ জুন ২০২১ বুধবার বিকেলে কাহারোল উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা)’র অর্থায়নে দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। 

এসময় পাঁচ বছরের কম বয়সের শিশুদেও রোগে আক্রা'ন্ত হওয়া হ্রাস করে পুষ্টি অবস্থা উন্নিত করনের লক্ষ্যে কহারোল উপজেলার ডাবোর, রসুলপুর, তাঁরগাও ও সুন্দরপুর এই ৪টি ইউনিয়নের ২১ জন আদিবাসী পরিবারসহ মোট ৬শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, গাছের চারা ও কৃষি উপকরণ দেয়া হয়। প্রত্যেকে পায় ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, সবজি বীজ, কোদাল, নিরানী ও স্প্রে।  

এদিকে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছওে ২০২১-২০২২/ খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসলের প্রনোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামুলে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। 

এসময় ৫৬০ জন কৃষকের মধ্যে ৪৪০ জন কৃষককে উফশি জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ১২০ জন কৃষককে ২ কেজি হাইব্রীড বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এরপর কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২০-২০২১ অর্থ বছরের কোভিড-১৯ এর লকডাউন এর কারণে চলমান থাকায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় কর্মহীন জনগোষ্ঠীর ৭৫০ জনকে ত্রান কার্যক্রম (জিআর) ৫শ টাকা করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন এমপি গোপাল।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক, ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে