মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে পূনরায় ময়না তদন্তের জন্য দিনাজপুরের খানসামায় আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি গ্রামের কৃষক ইছাহাক আলী কান্দুর লাশ আদালতের নির্দেশে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাজেবুর রহমান , দিনাজপুর পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দীন ও তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া এর উপস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ৪ মাস ৪দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে পুন:রায় ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসি বিভাগে পাঠিয়েছেন।
উল্লেখ্য যে, গত ৭ ডিসেম্বর/১৫ প্রতিবেশীর সঙ্গে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা স্থলেই মারা যান কৃষক ইছাহাক আলী কান্দু।
এদিকে নিহত কৃষক ইছাহাক আলী কান্দুর কবর থেকে লাশ উত্তোলনের খবর পেয়ে উপজেলার হাজার হাজার মানুষ কবর স্থানের পাশে ভীড় জমায় এবং পরিবারের সদস্যদের আহাজারীতে এলাকা ভারি হয়ে উঠে।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস