দিনাজপুর : গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলো ওরা তিন বন্ধু। দিনাজপুরের পূণর্ভবা নদীতে তারা গোসল করতে নেমেছিল। শহরের পশ্চিম উপকণ্ঠ বাঙ্গিবেচা বালুর ঘাট থেকে নিখোঁজের পৌনে ৩ ঘণ্টা পর মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল।
নিহত ওই তিন ছাত্রের বাড়ি দিনাজপুর শহরের ঘাসিপাড়ায়। তারা হলো দিনাজপুর চেহেলগাজী স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং ইকবালের ছেলে কালু (১৬), একাডেমি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী নান্নুর ছেলে রাজু (১৩) ও পুলিশ লাইনস স্কুলের ১০ শ্রেণির ছাত্র আচ্চুর ছেলে নয়ন (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী মহিলা সালেহা জানান, আজ বেলা সোয়া একটার দিকে ওই তিন বন্ধু গোসল করার জন্য নদীতে নামে। পানির গভীরতার কারণে তাদের সেখানে নামতে নিষেধও করা হয়। নদীতে স্রোত থাকায় গোসল করতে করতে তারা ৩ জনই তলিয়ে যায়।
এ ঘটনার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ছুটে আসে। প্রথমে দিনাজপুর থেকে এবং পরে রংপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাতে থাকে। পরে বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম