শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ০২:৪১:১১

আল্লাহর কি কুদরত, প্রচণ্ড তাপদাহেও ঘন কুয়াশা!

 আল্লাহর কি কুদরত, প্রচণ্ড তাপদাহেও ঘন কুয়াশা!

দিনাজপুর : আল্লাহর কি কুদরত, প্রচণ্ড তাপদাহে যখন নাভিশ্বাস উঠছে, সেই মুহূর্তে হঠাৎ করে ঘন কুয়াশা! শনিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে গেল দিনাজপুরের বিভিন্ন এলাকা।

এমন ঘটনায় অবাক হয়েছেন এলাকার বয়োজ্যেষ্ঠরাও।  তারা বলেন, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি, অনাবৃষ্টি, খরা দেখেছেন, কিন্তু ঘন কুয়াশা কোনোদিন দেখেননি।  এবার তাই দেখলেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, বাতাসে ৬০ থেকে ৭০ শতাংশ জলীয়বাষ্প ভেসে বেড়ানোর কারণে ঘন কুয়াশা দেখা দিয়েছিল।  তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়।

বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুরে এপ্রিল মাসে এক ফোটাও বৃষ্টি হয়নি।  আকাশে মেঘ আছে।  মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  

দিনাজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে বলে জানান তিনি।
৩০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে