রবিবার, ০১ মে, ২০১৬, ১২:৩৬:৫৫

দিনাজপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

তারিক আবেদীন (দিনাজপুর) থেকে: দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা এলাকায় হালকা থেকে মাঝারি শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় বীরগঞ্জ ও খানসাম উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টি দেখা দেয়।

এতে ববরো ধান, লিচু, আম সহ ফসলের বেশ ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় কিছু কিছু মানুষের বসতবাড়ির ছাদের টিন ছিদ্র হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষনিক কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, শিলা বৃষ্টি চলাকালে দমকা বাতাসের সাথে শুধুমাত্র বড় ও মাঝারি আকারের পাথর নিঝুম ভাবে পড়তে থাকে উঠতি বোরো ধানের উপর পাথর পরায় ক্ষেতে ধান গাছ থেকে ধানের শীষ ঝড়ে পড়েছে। আম ও লিচুও ঝড়ে পড়েছে।
আকস্মিৎ এ শিলা বৃষ্টি প্রায় ২৫ মিনিট স্থায়ী থাকে। তবে এ রিপোর্ট করা পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে