সোমবার, ০৯ মে, ২০১৬, ০৮:৫৭:৩৮

ভাই-বোনের দখলে ইউনিয়ন পরিষদ!

ভাই-বোনের দখলে ইউনিয়ন পরিষদ!

দিনাজপুর : ভাই-বোনের দখলেই ইউনিয়ন পরিষদ।  দিনাজপুরের পার্বতীপুরে ইউপি নির্বাচনে ভাই-বোন বিজয়ী হয়েছেন।  এ ঘটনায় মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গেছে, ফেরদৌসী আরা বেগম ও মাহবুবার রহমান নামে দুই ভাই-বোন গত ৭ মে অনুষ্ঠিত চতুর্থ দফার ইউপি নির্বাচনে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়ন থেকে বিজয়ী হন।

ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে বোন ফেরদৌসী আরা বেগম বক প্রতীক  নিয়ে ১৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জান্নাতি বেগম (হেলিকপ্টার)।  তার প্রাপ্ত ভোট ১৬১৬।  

ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বড় ভাই মাহবুবার রহমান মুন্সী মোরগ প্রতীক নিয়ে ১১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরজ্জামান সরকার (টিউবওয়েল প্রতীক)।  তিনি পেয়েছেন ৪০৭ ভোট।

মাহবুবার রহমান বিগত মেয়াদেও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।  বোন ফেরদৌসী আরা বেগম এর আগেও একই পদে দুবার প্রতিদ্বন্দ্বিতা করে একবার নির্বাচিত হন।

উল্লেখ্য, একই পরিবার থেকে তিন ভাই-বোনের প্রার্থী হওয়ার ঘটনাটি পুরো উপজেলায় মানুষের মুখে মুখে আলোচনা চলছিল।

তবে ভাই মোশারফ হোসেন মুন্সী জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীক নিয়ে মাত্র ১২৯২ ভোট পেয়েছেন।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে