সোমবার, ৩০ মে, ২০১৬, ০৩:৫৮:১৩

এবার ছাত্রীকে কান ধরে ঘোরানোর প্রতিবাদে রাস্তায় নেমেছে নারীরা

 এবার ছাত্রীকে কান ধরে ঘোরানোর প্রতিবাদে রাস্তায় নেমেছে নারীরা

দিনাজপুর : দিনাজপুরে স্কুলশিক্ষক কর্তৃক ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনের পর চেয়ারম্যানের নির্দেশে ছাত্রীকে কান ধরে পুরো স্কুলে ঘোরানোর প্রতিবাদে ও বিচারের দাবিতে রাস্তায় নেমেছে নারীরা।

জড়িত ওই শিক্ষক ও তার অপকর্মকে ধামাচাপা দেয়ার চেষ্টাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে অভিভাবকসহ জেলার বিভিন্ন স্তরের নারীরা।

সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে দিনাজপুর সচেতন নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  পরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তারা।
 
কর্মসূচি চলাকালে ওই ছাত্রীর অভিভাবকসহ অন্যরা জানান, ওই বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত দুই শিফটে ক্লাস হয়।  গত ২৫ এপ্রিল রাতে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে বিদ্যালয়ের শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক তপু রায় তার শ্লীলতাহানি করে।

পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার অভিভাবককে জানালে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।  পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমৃত সাহা সেতু ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেন এবং ঢাকা থেকে চেয়ারম্যান আসলে বিষয়টি নিয়ে বৈঠকে বসা হবে বলে জানান।

এদিকে বিদ্যালয়ের চেয়ারম্যান ওলিউর রহমান নয়ন ঢাকা থেকে দিনাজপুরে আসলে ওই ছাত্রী ও তার অভিভাবকরা বিদ্যালয়ে যান।  কিন্তু চেয়ারম্যান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করায় ওই ছাত্রীকে কান ধরে পুরো বিদ্যালয় ঘোরার আদেশ দেন।  অন্যথায় ওই ছাত্রীকে বিদ্যালয়ে রাখা সম্ভব হবে না বলে জানান তিনি।

পরে ওই ছাত্রী বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করতে গেলেও মামলা না নেয়ায় দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ উপস্থিত সবাই ওই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।  মানববন্ধন শেষে ওই ছাত্রীর অভিভাবক ও নারী নেত্রীরা দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলেয়া বেগম স্বপ্না।

এ সময় উপস্থিত ছিলেন মেয়ের মা সৈয়দা সেলিনা মমতাজ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, আইরিন লতিফ, সেলিনা আকতার ছবি, সাহানাজ বেগম সেলি, হাসিনা আক্তার শিউলী ও মাসুদা বেগম মুক্তা প্রমুখ।

এ ব্যাপারে স্কুলের চেয়ারম্যান ওলিউর রহমান নয়ন সাংবাদিকদের জানান, আমি এখন ঢাকায় আছি।  ঢাকা থেকে ফিরে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে