মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০১:২০:১৩

শারীরিক প্রতিবন্ধী হয়েও জেএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য অঞ্জু

শারীরিক প্রতিবন্ধী হয়েও জেএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য অঞ্জু

ফরিদপুর থেকে : 'জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। হাত ও পা অস্বাভাবিক। তাই অঞ্জু হাত ও  হাঁটুর ওপর ভর করে হাঁটাচলা করে। ওর অদম্য স্পৃহার কারণে সে হামাগুড়ি দিয়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জেএসসি পরীক্ষা দিচ্ছে।'

এভাবেই জেএসসি পরীক্ষার্থী অঞ্জুআরা খাতুন সম্পর্কে বললেন ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম।

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দরিদ্র কৃষক ওহিদুল খান ও আসমা খাতুন দম্পতির মেয়ে অঞ্জু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাতের সাহায্যে হামাগুড়ি দিয়েই কষ্ট করো চলা ফেরা করে।

তিন সন্তানের মধ্যে দ্বিতীয় অঞ্জু ২০১৪ সালে স্থানীয় লক্ষ্মী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৬ পেয়ে পাস করে।

এ বছর সে উপজেলার রাশিদুন নবী মাধ্যমিক বিদ্যালয় থেকে উপজেলা সদরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অঞ্জুকে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনা-নেওয়ার কাজটি তার দুই বান্ধবীই করছে।

জেএসসি পরীক্ষার্থী অঞ্জু বলেন, আমি প্রতিবন্ধী হয়েও কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না। হাত ও হাঁটুর ভর কষ্ট করে চলাচলা করি। হাতে বেশ চাপ লাগে। সে কারণে লিখতে কষ্ট হয়। আমি প্রতিবন্ধী হয়েও কোনো সুবিধা পাচ্ছি না জেনে ইউএনও আপা আমাকে দোতলা ভবনের নিচতলায় বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। তার কাছে আমি কৃতজ্ঞ।

অঞ্জু জানান, প্রতিবন্ধী হিসেবে আধ ঘণ্টা সময় অতিরিক্ত পেলে আমার পরীক্ষা আরো ভালো হতো।

ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম জানান, অঞ্জু হাত ও পায়ের ওপর ভর করে চলাচল করলেও সে হাত দিয়ে লিখতে পারে। তাই তার জন্য প্রতিবন্ধী হিসেবে কোনো সুবিধার জন্য বোর্ডের কোনো অনুমোদন চাইনি। তবে প্রতিবন্ধী হিসেবে সুবিধা দেওয়া প্রয়োজন ছিল বলে তিনি স্বীকার করেন।

এ ব্যাপারে মধুখালীর ইউএনও লুত্ফুন নাহার জানান, জেএসসি পরীক্ষার্থী অঞ্জু শারীরিক প্রতিবন্ধী জানার পর দোতলা ভবনের নিচতলায় তার সিট দেওয়া হয়েছে। তিনি বলেন, অঞ্জুর চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার দেওয়া হবে। কালের কণ্ঠ

এমটিনিউজ/এসবি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে