মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ১০:২৬:১৩

৮২ বোতল ফেনসিডিলসহ ট্রাফিক ইন্সপেক্টর অাটক

৮২ বোতল ফেনসিডিলসহ ট্রাফিক ইন্সপেক্টর অাটক

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় ট্রাফিক ইন্সপেক্টরকে ৮২ বোতল ফেনসিডিলসহ আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ট্রাফিক ইন্সপেক্টরের নাম শেখ আজম (৩৪)। তার বাবার নাম আলী আহম্মদ শেখ। তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার পাঁচুরিয়া গ্রামে।
 
জানা গেছে, শেখ আজম ঝিনাইদহ থেকে ফরিদপুর যাওয়ার পথে মধুখালী রেলগেট এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের বক্স ভেঙ্গে ৩৯ বোতল ফেনসিডিল সড়কের উপর ছড়িয়ে পড়ে। তখন তিনি দৌঁড়ে পালানোর সময় এলাকাবাসী  তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। পুলিশ তার মোটরসাইকেল তল্লাশি করে আরো ৪৩ বোতল ফেনসিডিল পায়।  মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, শেখ আজম নিজেকে ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে ঝিনাইদহে কর্মরত আছেন বলেন জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে