ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে দুটি গ্রামের প্রায় শতাধিক বাড়ি ও সহশ্রাধিক গাছপালা লণ্ডভণ্ড হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পরার পাশাপাশি উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের চাল। কেউ কেউ ব্যস্ত রয়েছে ঘরের উপর পরে থাকা গাছপালা সরানোর কাজে। আবার অনেকেই খোলা আকাশের নীচেই সারছেন রান্নার কাজ। রাস্তার উপর গাছপালা পরে থাকার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।
সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মৃধা জানান, দুটি গ্রামে কমবেশী অনেকেই ক্ষতিগ্রস্থ হলেও তার মধ্যে কামারডাঙ্গী গ্রামের মৃত নিলকমলের পরিবার, অমৃত মন্ডল, রঞ্জিত মন্ডল, বিনয় কুমার মন্ডল, মনির খান, মঞ্জু মোল্যা, ইব্রাহিম মোল্যা, হরিপদ মন্ডল, ফজি খাতুন, স্বপন শিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মন্ডল, নিখিল বেপারী, নান্নু মৃধা এবং মাথা ভাঙ্গা গ্রামের অমল মন্ডল, সিদ্দিক খান মিজান মোল্যা, শামচু মৃধা, ইউনুস মোল্যা সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি সৌচাগার ভেঙ্গে গেছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ঘটনা স্থল পরিদর্শন করে তিনি জানান, ক্ষতিগ্রস্থদের দ্রুত নামের তালিকা তৈরী করা হচ্ছে। তালিকা শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে তাদের সহায়তা প্রদান করা হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস