নিউজ ডেস্ক: আওয়ামী লীগ থেকে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ফরিদপুর-২ আসন আওয়ামী লীগের। অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে আমরা তা মেনে নেব না।
গতকাল রবিবার সন্ধ্যায় সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক নগরকান্দার ঐতিহাসিক জয়বাংলার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
সোমবার সকালেও তাদের ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
রোববার ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেয়া হয়নি। এরই মধ্যে এ আসনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়া হয়েছে বলে খবর প্রচার হলে রাস্তায় নামেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।