সোমবার, ২২ মার্চ, ২০২১, ১০:২৭:৩৬

দূর্ঘটনায় ঝড়ে গেল একই পরিবারের ছয়জন সহ ১২ প্রাণ

দূর্ঘটনায় ঝড়ে গেল একই পরিবারের ছয়জন সহ ১২ প্রাণ

ফরিদপুর: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। ফরিদপুর সদর, মধুখালী ও ভাঙ্গা উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) সকাল ও দুপুরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নয়জন, ভাঙ্গার বিশ্বরোড এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী ও ইটভাটার ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু হয়।

মধুখালীতে নিহত নয়জনের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হন। চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এক পরিবারের নিহত ছয়জন হলেন- মিয়াজান বিবি (৬৬), তার বোন আমেনা বেগম (৪৮), কুটি বিবি (৪২), মেয়ে মরিয়ম (২৫), জামাতা জুয়েল রানা (৩২) এবং মরিয়ম-জুয়েলের শিশু পুত্র মুজাহিদ (৪ মাস)। নিহত অপর তিনজন হলেন আইনজীবী আব্বাস উদ্দিন (৪৮),মাতুব্বর নজরুল ইসলাম (৬০) ও গাড়িচালক আল আমিন (৩০)।

নিহতদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার কাজীর বেড়া ইউনিয়নের সামন্তখোলা গ্রামে। ফরিদপুরে তাদের মরদেহ বুঝে নিতে আসা কাজীরবেড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএন সেলিম রেজা জানান, নিহত জুয়েল রানার এক আত্মীয় গত বছর মারা গেছেন। ঢাকার একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টের টাকা উত্তোলনের জন্য পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন জুয়েল ও তার পরিবারের সদস্যরা। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে