রবিবার, ২৮ মার্চ, ২০২১, ১২:২৭:৩৩

ফরিদপুরে ভাঙ্গা থানায় হেফাজতের হামলা, আহত ৬ পুলিশ

ফরিদপুরে ভাঙ্গা থানায় হেফাজতের হামলা, আহত ৬ পুলিশ

ফরিদপুর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ফরিদপুরের ভাঙ্গায় থানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ভাঙ্গা থানা ভবনে ঢিল ছোঁড়াসহ প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে।

আজ শনিবার দুপুরে বাদ জোহর নামাজ শেষে ভাঙ্গা পৌরসভার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে হেফাজতের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, দুপুরের নামাজ শেষে পৌরসভার আশপাশে বিভিন্ন মসজিদ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা থানায় হামলার চেষ্টা করে। এ সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। একই সঙ্গে থানার প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। উত্তেজিত হেফাজত নেতা ও কর্মীদের নিবৃত্ত করতে পুলিশ ৪০/৪৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে