সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৭:২০

আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন

আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি হতো। বিকেল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে আগুন লাগায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী গাড়িগুলো জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক হয়ে ঢাকার দিকে চলে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে