এম আরমান খান জয়, গোপালগঞ্জ : বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কিমিটির কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
জেলা শাখার সভাপতি মোঃ মাহে আলমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফার রহমান বাচ্চু, বাংলাদেশ শিক্ষক সমিতি র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার সাহা, আলহাজ্ব আঃ মান্নান মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাওছার আলী শেখ, জেলা শিক্ষা অফিসার কল্যাণ ব্রত ঘোষ,সাবেক জেলা শিক্ষ অফিসার রেশমা আক্তার,ফরিদপুর অঞ্চলের সভাপতি মো:হারুন আর রশিদ,সাধারন সম্পাদক আযাদ আবুল কালাম,সাবেক শিক্ষক সরোজ কান্তি বিশ্বাস,মো:গোলাম মোস্তফা,স্থানীয় নেতা মো: আক্রামুজ্জামান,মো: সরোয়ার হোসেন তালুকদার,কাজী জাহাঙ্গীর হোসেন,নন্দলাল বিশ্বাস,মো: মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আন্দলোন করে আসছেন ।তাদের দাবি-দাওয়া যুক্তি-সংগত। এ সময় তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করার মাধ্যমে তাদের চাকুরি জাতীয় করনের আশ্বাস দেন ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামি তিন বছরের জন্য জেলা শিক্ষক সমিতিতে স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহে-আলম সভাপতি ও টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কান্তি বাছাড় সাধারন সম্পাদক নির্বাচিত হন ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস