নিউজ ডেস্ক : ভয়ঙ্কর মরণনেশা ‘ব্লু হোয়েল’ নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার গোপালগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে রফিকুল ইসলাম পার্থ (১৫) নামের ওই এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ২টার দিকে উপজেলার রামদিয়া কৃষি ব্যাংক সংলগ্ন পাঁচতলা একটি ভবনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পার্থের বড় ভাই সৌরভ তালুকদার বলেন, ওই গেমের ফাঁদে পড়ে ব্লু হোয়েলের নির্দেশে রফিকুল ইসলাম পার্থ আত্মহত্যা করেছে। সে কাশিয়ানী উপজেলার রাতইল নায়েবুন্নেছা ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থী এবং চাপ্তা গ্রামে আবুল হোসেন তালুকদারের ছেলে। সে রামদিয়া গ্রামে ওই বাসায় তার ভাইয়ের কাছে থেকে লেখাপড়া করতো।
রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভবনের তৃতীয় তলার একটি বন্ধ কক্ষে ফ্যানের পাখার সঙ্গে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রফিকুলের শরীরে তিমি মাছের ছবি আঁকা রয়েছে। এছাড়া তার ডায়েরিতে ব্লু হোয়েল গেম খেলে ৫৭ পয়েন্ট পেয়েছে। রক্ত দিয়ে তা লেখাসহ বিভিন্ন ধরনের লেখা রয়েছে তার হাতে। যা থেকে ধারণা করা হচ্ছে- রফিকুল ইসলাম ব্লু হোয়েল গেমে আসক্ত হয়েই আত্মহত্যা করেছে।
মৃতের বড় ভাই সৌরভ তালুকদার বলেন, আমি দুপুরে বাসায় বাজার দিতে এসে রুমের দরজা বন্ধ পাই। পরে লোকজন নিয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের পাখার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে পার্থ।
তিনি আরও বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে তিমি মাছের ছবি, এফ ৫৭ আঁকা, ডায়েরিতে রক্ত দিয়ে এফডব্লিউ এবং কলম দিয়ে ব্লু হোয়েল গেম সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। তাই ব্লু হায়েল গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
এমটিনিউজ২৪/এম.জে/এস