শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০২:৪২:১২

জুলুম থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ দোয়া

জুলুম থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ দোয়া

ইসলাম ডেস্ক: জীবনে চলার পথে আমাদের অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখিন হতে হয়। কিন্তু কিছু বিপদ আছে যেগুলো মানুষ একে অপরের ক্ষতির জন্য করে থাকে। এ সব পরিস্থিতিতে মানুষের ধৈর্য ধারণ করা উচিত। বিপদ-আপদে কিভাবে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন,
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ - وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
উচ্চারণ- রাব্বানা লা তাঝআ`লনা ফিতনাতাল লিল ক্বাওমিয যা-লিমিন। ওয়া নাঝঝিনা বিরাহমাতিকা মিনাল ক্বাওমিল কাফিরিন। (সূরা ইউনুস : আয়াত ৮৫-৮৬)
অর্থ- হে আমাদের পালনকর্তা! আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।
উৎস : হজরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করার পর ফিরাউন বনি ইসরাঈলের ওপর জুলুম অত্যাচার শুরু করে। তাঁরা মুসা আলাইহিস সালামকে এ বিষয়ে অবহিত করলে মুসা আলাইহিস সালাম আল্লাহর ওপর ভরসা করতে বলেন। তখন বনি ইসরাঈল সম্প্রদায় আল্লাহর ওপর ভরসা করেন। আল্লাহ বনি ইসরাঈল সম্প্রদায়কে ফিরাউনের ভয়াবহ জুলুম থেকে হেফাজত করেন এবং ফিরাউনকে তার দলবলসহ নীল নদে ডুবিয়ে মারেন।

আমল
>> প্রত্যেক নামাজের পর এ দোয়াটি পাঠ করা।
>> সূরা ফালাক্ব, সূরা নাস ও সূরা ইখলাস সকাল-বিকাল তিনবার পাঠ করা।
২ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে