শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৪:৫৮:৪৩

যে জিকিরে আসমানের দরজাগুলো খুলে যায়

যে জিকিরে আসমানের দরজাগুলো খুলে যায়

ইসলাম ডেস্ক: রাসূল (সা.) উম্মতকে শিখিয়েছেন আচার-আচরণ তথা জীবনাচরণ। শিখিয়েছেন উত্তম জীবন-যাপনের নিয়ম-কানুন। শিখিয়েছেন অধিক আমল লাভের উপায়। এরূপ একটি জিকির এসেছে মুসনাদে আহমদের হাদিসে। যে জিকির করলে আসমানের দরজাগুলো খুলে যায়।

জিকিরের শব্দগুলো-
উচ্চারণ- ‘আল্লাহু আকবার কাবিরা, ওয়াল হামদুলিল্লাহি কাছিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা’
অর্থ- ‘আল্লাহ সর্ব মহান সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা অধিকহারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল-সন্ধ্যায়।’

হাদিসে এসেছে-
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম, সে মুহূর্তে জনতার মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, ‘আল্লাহ সর্ব মহান সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা অধিকহারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল-সন্ধ্যায়।’ তখন রাসূল (সা.) জিজ্ঞাস করলেন কে বলল এসব কথা? তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল, আমি, হে আল্লাহর রাসূল(সা.)! রাসূল (সা.) বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে। এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের (সা.) কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ঐ বাক্যগুলো (কখনও) বলতে ছাড়িনি। (মুসনাদে আহমদ, মুসলিম, তাবরানি)
২ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে