বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৯:৪৫:৩০

পবিত্র কাবা শরিফে আজ পরানো হবে স্বর্ণখচিত নতুন গিলাফ

পবিত্র কাবা শরিফে আজ পরানো হবে স্বর্ণখচিত নতুন গিলাফ

ইসলামিক নিউজ: গোটা দুনিয়ার মুসলমানদের কিবলা পবিত্র কাবা ঘরের গায়ে আজ বৃহস্পতিবার পরানো হবে নতুন স্বর্নখচিত গিলাফ। প্রতিবছর ৯ জিলহজ পবিত্র হজের দিন সব হাজিগণ যখন  আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং মসজিদুল হারামে মুসল্লির সংখ্যাও থাকে কম তখন পরানো হয় এই বিশেষ বহুমূল্যবান গিলাফ। আরবরা কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলে কিসওয়া আর আমরা বলি গিলাফ। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরিফের গায়ে নতুন গিলাফ দেখে রোমাঞ্চিত হন। নতুন গিলাফ পরানোর সময় পুরনো গিলাফটি সরিয়ে ফেলা হয়। পুরনো গিলাফ কেটে মুসলিম দেশের সরকারপ্রধানদের উপহার দেওয়া হয়।
 
মূলত কাবা শরীফের গিলাফ তৈরি হয় মক্কার উম্মুদ জুদ নামক এলাকায় বিশেষ কারখানায়। গিলাফ তৈরির জন্য আট থেকে দশ মাস দেড় শতাধিক বিশেষজ্ঞ ওই কারখানায় কাজ করেন। প্রতি গিলাফ তৈরিতে ব্যয় হয় ২২ মিলিয়ন রিয়াল (প্রায় ৬ মিলিয়ন ডলার)। গিলাফের কাপড় বুননে প্রায় ৭০০ কিলোগ্রাম কাঁচা রেশম ব্যবহার করা হয় এবং ১২০ কিলোগ্রাম পরিমাণ খাঁটি স্বর্ণ-রুপার প্রলেপ দেয়া হয়।   গিলাফের এক অংশে বিভিন্ন ইসলামী কারুকার্য খচিত থাকে। আরেক অংশে থাকে কুরআনের বিভিন্ন আয়াত।
 
গিলাফ পরিবর্তনের কাজে মসজিদুল হারামের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক নেতৃত্ব দেন। এ সময় সৌদি বাদশার প্রতিনিধিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাবা শরীফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়। গিলাফের মোট পাঁচটি টুকরো বানানো হয়। চারটি টুকরো চারদিকে এবং পঞ্চম টুকরোটি দরজায় লাগানো হয়। টুকরোগুলো পরস্পর সেলাইযুক্ত।  
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে