শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৯:৩৫

২ গুরুত্বপূর্ণ ইস্তেগফার শবে বরাতের রাতে

২ গুরুত্বপূর্ণ ইস্তেগফার শবে বরাতের রাতে

ইসলাম ডেস্ক : শবে বরাত মর্যাদাপূর্ণ একটি রাত। এই রাতে মুমিনদের জন্য ক্ষমা লাভের বিরাট সুযোগ রয়েছে। বিখ্যাত সাহাবি মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (স.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)

এই রাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ, জিকির-আজকার ও দোয়ায় অতিবাহিত করা অনেক সওয়াবের কাজ। পাশাপাশি তাওবা-ইস্তেগফার করা বাঞ্ছনীয়। কারণ গুনাহ মাফের চেয়ে বড় কোনো পুরস্কার হতে পারে না। এখানে শবে বরাতের রাতে পাঠ করার মতো দুটি গুরুত্বপূর্ণ ইস্তেগফার তুলে ধরা হলো।

১. সাইয়িদুল ইস্তেগফার
সাইয়েদুল ইসতেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে, যদি কেউ গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে দোয়াটি পড়ে নিঃশর্ত ক্ষমা চায়; আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে- ‘যে ব্যক্তি দিনের বেলায় দোয়াটি (সাইয়িদুল ইস্তেগফার) দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে, অতঃপর সেদিন সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় দৃঢ় বিশ্বাস নিয়ে এটি পড়বে, অতঃপর সকাল হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে।’ (সহিহ বুখারি: ৬৩০৬)

সাইয়িদুল ইস্তেগফার হলো- اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّه“ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সানাতু। আবু-উ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু-উ লাকা বিজাম্বি ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।’ অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা। আমি সাধ্যমত তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নেয়ামত দান করেছ, তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই।’ (সহিহ বুখারি: ৬৩০৬)

২. সংক্ষিপ্ত ইস্তেগফার
হাদিস শরিফে ক্ষমা প্রার্থনার জন্য সুন্দর আরেকটি ইস্তেগফারের উল্লেখ রয়েছে। এই ইস্তেগফারের কারণে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় বলেছেন নবীজি। ইস্তেগফারটি হলো- أسْتَغْفِرُ اللَّهَ الَّذي لا إلهَ إِلاَّ هُوَ الحَيَّ القَيُّومَ وأتُوبُ إلَيْهِ উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।, অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব। তিনি নিখিল সৃষ্টির পরিচালক। আমি তার কাছেই ফিরে যাব।’
নবী কারিম (স.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিছানায় যাওয়ার পূর্বে এই ইস্তিগফার তিনবার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। যদিও তা সুমুদ্রের ফেনা পরিমাণ হয় বা গাছের পাতার মতো অগণিত হয় অথবা ‘আলেজের’ মরুও বালুকারাশির সমপরিমাণ হয় কিংবা দুনিয়ার যত দিবসসমূহের সমপরিমাণ হয়। (তিরমিজি: ৩৩২৯; আততারগিব ওয়াততারহিব: ১/১২

আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে দোয়া দুটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে এই মহান রাতে ক্ষমা করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে