জামালপুর: তৃতীয় দিন চেষ্টা করেও জামালপুরের চরাঞ্চল থেকে ভারতীয় হাতিটিকে উদ্ধার করা যায়নি। হাতিটি কোনোভাবেই উদ্ধারকারী দলকে ধরা দিচ্ছে না। বাংলাদেশ বিশেষজ্ঞ দলের সদস্য বাংলাদেশ বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, গতকাল সকাল থেকে হাতিটি মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি এলাকায় অবস্থান করছিল। চারদিকে পানি থাকায় হাতিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। চেষ্টা করেও হাতিটিকে ডাঙ্গায় আনা যায়নি।
প্রসঙ্গত, ভারতীয় দলছুট বন্য হাতিটি গত ২৭ জুন বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। এরপর এক মাসেরও বেশি সময় ধরে এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। হাতিটি উদ্ধারে ৩ সদস্যের একটি ভারতীয় বিশেষজ্ঞ টিম গত ৪ আগস্ট বাংলাদেশে এসেছেন।
ভারতীয় টিমের সদস্যরা হলেন আসাম রাজ্যের সাবেক প্রধান বন সংরক্ষক ড. রিতেশ ভট্টাচার্য, আসামের বন বিভাগের ভেটেনারি সার্জন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডা. কে কে শর্মা ও আসামের বন কর্মকর্তা সোলেমান উদ্দিন চৌধুরী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিশেষজ্ঞ দলের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন। এ টিমের প্রধান হলেন নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ড. তপন কুমার দে। ভারতীয় ও বাংলাদেশের যৌথ দল ৫ আগস্ট থেকে হাতিটিকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন।
তারা জামালপুরের সরিষাবাড়ি ও মাদারগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে হাতিটিকে অনুসরণ করছেন। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করার মতো সুবিধাজনক স্থানে হাতিটিকে পাওয়া যায়নি। গত তিনদিন যাবত হাতিটি সরিষাবাড়ি উপজেলার ইজারাপাড়া, ফুলবাড়িয়া, পঞ্চপীর, সৈয়দপুর গ্রাম এলাকা ঘুরে মাদারগঞ্জের শ্যামগঞ্জ কালিবাড়ি হয়ে এটি গতকাল দুপুরে মাদারগঞ্জের চর ভাটিয়ানিতে অবস্থান করছিল।-বিডি প্রতিদিনি
৮ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ