বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪:০৬

প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের মানুষকে ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বুধবার (২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা লিখেছেন, ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে।

তিনি আরও লিখেছেন, এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন।

মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ইয়েস, পরিবর্তনের বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ এগিয়ে যাবেই।

সিয়াম চৌধুরী লিখেছেন, তরুণদের হাতে নিরাপদ এ দেশ। আব্দুন নূর লিখেছেন, ড. ইউনুস সাহেব একজন যোগ্য লোক, তাকে ৫ বছর প্রধান উপদেষ্টা হিসেবে রাখা উচিত।

মোহাম্মদ জামাল উদ্দিন নামে আরেকজন লিখেছেন, নতুন প্রজন্মের মাধ্যমেই এগিয়ে যাবে এই বাংলাদেশ, ইনশাআল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে