বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:০১:৪৯

ঐক্যমতের ভিত্তিতে ৪ বছর সরকারে থাকতে পারেন ড.ইউনূস: ব্যারিস্টার ফুয়াদ

ঐক্যমতের ভিত্তিতে ৪ বছর সরকারে থাকতে পারেন ড.ইউনূস: ব্যারিস্টার ফুয়াদ

এমটিনিউজ২৪ ডেস্ক : সবার ঐক্যমতের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ২ থেকে ৪ বছর দায়িত্ব পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, "এতে বাংলাদেশের গত ৫ দশকের মালয়েশিয়া ও সিঙ্গাপুর হওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যাবে।"

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ অন্তর্বর্তীকালীন সরকারকে "গণঅভ্যুত্থানের সরকার" বলে উল্লেখ করে বলেন, "বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার আগে কখনো আবির্ভূত হয়নি।"

তিনি আরও বলেন, "রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র, নির্বাচনী দাবি ও সংস্কারের যে আকাঙ্ক্ষা, তা যৌক্তিক। কারণ, সংস্কার, নির্বাচন ও বিচার ব্যবস্থা মিলিয়েই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান। কিন্তু এসব পরিবর্তন বাস্তবায়ন করতে হবে সকলের ঐক্যমতের ভিত্তিতে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে