নিউজ ডেস্ক : জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তিন বছরে বাংলাদেশকে ২০০ কোটি ডলার সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আশ্বাস দেন তিনি। এর আগে শিশু পুষ্টি ও নারীর কর্মসংস্থান খাতে এক'শ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দেন জিম ইয়ং কিম।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘বাংলাদেশে চমত্কার পরিবেশ বিরাজ করছে। বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’ এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে।
প্রেস ব্রিফিংয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের উন্নয়নে আগের মতো পাশে থাকার। তিনি বলেন, 'বাংলাদেশে যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ে, সে জন্য বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। এ ছাড়া বাংলাদেশে ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের নীতি আগের মতোই থাকবে।'
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি