ঢাকা : শিগগিরই প্রশাসনে বড় ধরনের রদবদল হতে পারে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হচ্ছে। এতে প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ এ পদটি খালি হতে যাচ্ছে।
এছাড়া চলতি মাসে আরো চারজন সচিব অবসরে যাচ্ছেন। আগামী মাসে অবসরে যাবেন শিক্ষা সচিবসহ আরো তিনজন সচিব। নভেম্বরের তিনজন বাদ দিলেও শুধু চলতি মাসে ৫টি সচিব পদ খালি হচ্ছে। আর একে ঘিরে সবমিলিয়ে জনপ্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদলের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে।
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে আছেন এখন সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক। মেয়াদ শেষ হওয়ার কারণে সেপ্টেম্বরের মধ্যেই তার ঢাকা ফিরে আসার কথা ছিলো। কিন্তু, ফান্ড মিটিং নামে বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে অক্টোবরে। এই সময়ে নতুন একজন কাজে যোগ দিয়ে কিছুই বুঝে উঠতে পারবেন না। আর তাই ড. তারেকের সময় বাড়িয়ে অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মোশাররাফ হোসাইন ভূইঞা এ পদে যোগ দেবেন নভেম্বরের শুরু থেকে।
এদিকে মোশাররাফ হোসাইন ভূইঞার চাকরির বয়স শেষ হচ্ছে আগামী ১৪ ডিসেম্বর। কিন্তু, বিশ্বব্যাংকের এ পদটি ৩ বছরের জন্য নির্ধারিত। ফলে তিনি বাকি ২ বছর সাড়ে ১০ মাস চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তিভিত্তিক নিয়োগের আলাদা এক আদেশ জারি করা হবে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহি পরিচালক পদে পদায়নের সার-সংক্ষেপ ইতিমধ্যেই অনুমোদিত হয়ে আছে।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ