নিউজ ডেস্ক : দ্য ফিউচার লিডার্স প্রোগ্রামে (এফএলপি) তৃতীয় বছরের রেজিস্ট্রেশন চলছে। মেধা, বুদ্ধিমত্তা আর চৌকষ পারফরম্যান্স এবং নানা পরীক্ষার মধ্যদিয়ে শীর্ষস্থান অর্জন করা ১০ জন শিক্ষার্থী এ প্রোগ্রামের মধ্যদিয়ে বিশ্বখ্যাত বিশ্বের চারটি দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এক স্বপ্নের সুযোগ নিয়ে এলো চ্যানেল আইয়ে ফিউচার লিডার্স প্রোগ্রাম। ২০১২-২০১৩ সালে এ প্রোগ্রামের আওতায় মোট ৭ শিক্ষার্থী মাস্টার্স করতে লন্ডন ও ইতালির মিলানে গেছেন।
২০১৪ সালে ১০ জন যোগ্যতা দিয়ে ফিউচার লিডার্স প্রোগ্রাম-ইন বিজনেস অর্জন করেছে। নানা পরীক্ষার ধাপ পেরিয়ে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অব মিলানে গেছে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে।
বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সম্পন্ন করার অভাবনীয় সুযোগ ফিউচার লিডার্স প্রোগ্রাম-ইন বিজনেস অ্যান্ড সায়েন্স-২০১৫। এ বছর জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ১০ জন যেকোনো বিষয়ে মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ পাবে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী।
বুধবার বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রোডশোতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং মতবিনিময় হয়। বিজনেস ক্লাবের আয়োজনে এফএলপি টিমকে স্বাগত জানান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মো. আতিকুর রহমান সরকার।
এফএলপির সহযোগী বিচারক তাসলিম আহমেদ জানান, প্রজেক্টটিতে পড়াশোনার ক্ষেত্র বেড়ে গেছে; বিজনেসের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বেশকিছু বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে। সেহেতু এতে আগ্রহ এবং অংশগ্রহণের মাত্রা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। গতবারের তুলনায় এবারের অংশগ্রহণ কমপক্ষে দ্বিগুণ হবে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ থেকেই রোডশোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে জানান ফিউচার লিডার্স লিমিটেডের প্রধান নির্বাহী নাজির আলম।
শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে জানান, স্নাতক পর্যায়ের পর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগ্রহণের জন্য এতো বড় সুযোগ এভাবে আগে কখনো তাদের দেয়া হয়নি। এফএলপিতে অংশ নেয়ার জন্য ভীষণ আগ্রহী তারা।
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে দেশ সেবায় তৈরি হতে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ দিচ্ছে ফিউচার লিডার্স প্রোগ্রাম। শিক্ষার বৃত্তিতে হাজার হাজার ছাত্রছাত্রীর উৎসাহ নিয়ে প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে; যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সূত্র : চ্যানেল আই
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম