ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের হার্টে অস্ত্রোপচার হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব (পিএস) এটিএম মোয়াজ্জেম হোসেন অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যারের হার্টে এলএএ ডিভাইস ক্লোজার অপারেশন করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার টি অই সি অং ও ডাক্তার জেস অং এর তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়।
তিনি বলেন, অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের আইসিসিইউতে রাখা হয়েছে। এখানে দুইদিন থাকার পর হেমাটোলজি বিভাগে চিকিৎসা দেয়া হবে।
মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন অনিয়মিত হার্ট ও হেমাটোলজি সমস্যায় ভুগছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ