ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রীসহ তিন ছেলে আলী আহমেদ মাবরুব, আলী আহমেদ তাজদিদ, আলী আহমেদ তাহকিক ও মেয়ে তামরিন।
শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী তামান্না জাহান বলেন, প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া হবে কি না এ বিষয়ে তার সঙ্গে কোন আলোচনা হয়নি।
তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার চান।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ