রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১০:৫৫:৫১

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ইচ্ছা নেই সরকারের : ওবায়দুল কাদের

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ইচ্ছা নেই সরকারের : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ইচ্ছা সরকার বা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধানে রাষ্ট্রধর্মের বিষয়টি একটি মীমাংসিত বিষয়। মীমাংসিত বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করে থাকলে, এটি তার একান্ত নিজস্ব বিষয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি দলীয় কার্যালয়কে আধুনিকায়ন করা হবে। প্রতিটি কার্যালয়ে উপযুক্ত পরিবেশ বজায় রাখা হবে।’

উল্লেখ্য,  শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য। আমি কখনোই বিশ্বাস করি না, ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত। এটা আমাদের কৌশল। আমরা সুযোগ পেলে, সময় পেলে ইনশাহ আল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেব।’

১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে