নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে একই বাসায় তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, পারভিন আক্তার (৩৫), শারমিন ওরফে শরিফা (১৮) এবং বেদনা (২০)।
সোমবার ভোর ৬টার দিকে ২-এ ৭৩ নম্বর রোডের ২’র এ বাসার দ্বিতীয় তলার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে।
ওই বাসার কেয়ার টেকার রুবেল মিয়া জানান, নাভানা টাওয়ারের ১৩ তলা ভবনের ২য় তলা সায়েম টেক্সটাইলের এমডি আব্দুর সাদ্দারের বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। যখন আগুন লাগে তখন গৃহকর্মীরা ঘমিয়ে ছিলেন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
গুলশান থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাসার গ্যাস লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে দগ্ধরা নিজেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে পারভিন ও শারমিনের অবস্থা গুরুতর।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম