টাঙ্গাঈল : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আপনি আন্তর্জাতিক পুরস্কার পেয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কালিহাতীর উপ-নির্বাচনে ভোট কারচুপি করে এ পুরষ্কার নষ্ট করবেন না।
তিনি বলেন, দেশে যাতে আর ভোটারবিহীন নির্বাচন না হতে পারে, সেজন্য ভোটযুদ্ধে অংশ নিতে চাই।
শুক্রবার বিকেলে টাঙ্গাঈলের সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আমরা আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে নই, বিপক্ষেও নই, আমরা ভোটের পক্ষে। সুষ্ঠু নির্বাচন হলে নৌকা পাঁচ শতাংশের বেশি ভোট পাবে না।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকার লালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাসরিন সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, অ্যাড. রফিকুল ইসলাম, মীর জুলফিকার শামীম প্রমুখ।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর