ঢাকা : পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন হত্যা মামলার আসামি সাজিদ খান পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেড থেকে পালিয়ে যান তিনি।
সাজিদ খান নেত্রকোনার আটপাড়া থানার লক্ষীপুর গ্রামের রফিক খানের ছেলে। রাজারবাগ পুলিশ লাইনের দুই সদস্য ঢামেকে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, সাজিদ হত্যা মামলার আসামি। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হয়েছিল। পুলিশি প্রহরায়ই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ