ঢাকা : এবার বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ছে। প্রায় দ্বিগুণ হারে বেতনের অর্থ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের বিভিন্ন ভাতাও।
মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আইন সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এর আগে সেপ্টেম্বর মাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে।
শনিবার মন্ত্রিপরিষদ সচিবের বরাত দিয়ে স্থানীয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম।
সরকারি কর্মচারীদের বেতন মন্ত্রিসভায় অনুমোদনের পর গেজেট হলেই চলে। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের বেতন বাড়াতে হলে আইন সংশোধন করতে হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ এখন সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের বেতন বাড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে অনুমোদন করেছেন।
মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘নতুন পে স্কেলের পর মন্ত্রীদেরও বেতন-ভাতা বৃদ্ধি পায়। এটাই রেওয়াজ। তারই ধারাবাহিকতায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বেতন-ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।’
রাষ্ট্রপতির বেতন বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ‘দ্য প্রেসিডেন্ট’স (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট ১৯৭৫’, প্রধানমন্ত্রীর বেতন বাড়ানোর জন্য ‘দ্য প্রাইম মিনিস্টার’স (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫’ আর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য ‘দ্য মিনিস্টার’স, মিনিস্টার’স অব দ্য স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার’স (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩’ সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর একই দিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারের বেতন এবং সংসদ সদস্যদের সম্মানী বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এর আগে ২০০৯ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছিল।
কার কত বাড়ছে
রাষ্ট্রপতির বর্তমান মূল বেতন ৬২,২০০ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী, তার মূল বেতন ৮৩ শতাংশ বাড়িয়ে ১ লাখ ১২,০০০ টাকা করা হচ্ছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য ভাতা।
প্রধানমন্ত্রীর বর্তমান মূল বেতন ৫৮,৬০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫২০০ টাকা হচ্ছে। মন্ত্রীদের বর্তমান মূল বেতন ৫৩,১০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭,২০০ টাকা, প্রতিমন্ত্রীদের মূল বেতন ৪৭,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৮৭,৫০০ টাকা এবং উপমন্ত্রীদের মূল বেতন ৪৫,১৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৬,৫০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া তাদের বাড়ি রক্ষণাবেক্ষণ, দৈনন্দিন ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য ভাতাও বাড়ানো হচ্ছে।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ