নিউজ ডেস্ক : মিষ্টি খারাপ, জরিমানা করা হয়েছে সাড়ে ৯ লাখ টাকা। রাজধানীর ডেমরা এলাকায় চার মিষ্টি ব্যবসায়ীকে এ পরিমাণ জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ রঙ, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে মিষ্টি তৈরির দায়ে তাদের জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান শেষে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম তাদের জরিমানা করেন। এ উপস্থিত ছিলেন খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার নাজিম উদ্দিন।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রসকে ৬ লাখ, ভাগ্যকূলকে ১ লাখ ৫০ হাজার, বনফুলকে ১ লাখ ও বিক্রমপুর মিটান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, বিষাক্ত কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম